ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩

নিজের খাদ্য নিজেই উৎপাদন করতে সুযোগ দিচ্ছে ‘প্রাকৃতিক কৃষি’

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ । ১৭৯৯ জন

বাজারে গেলেই চোখের হাতের কাছেই মেলে নানা ধরনের সবজি। সুস্বাস্থ্যের জন্য বেশি বেশি শাক-সবজি গ্রহণের কোনো বিকল্পও নেই। কিন্তু হাজারো এসব সবজির মধ্যে নিরাপদ সবজি মেলা ভার। নানা ধরনের কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে এসব সবজি যেনো কখনো কখনো বিষে রূপান্তর হয়!

ফলে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আসন্ন শীতে নিজের খাদ্য নিজেই উৎপাদন শুরু করুন । প্রাকৃতিক পরিবারের সদস্য হলেই প্রাকৃতিক কৃষি ‘র প্রাণ বৈচিত্র্য খামার এর জমিতে আবাদ করতে পারবেন ।

পরিবার/ জন প্রতি বরাদ্দ ১ শতাংশ । এই বরাদ্দ শুধু শীতকালের জন্য । আগ্রহীরা প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্রে নাম তালিকাভুক্ত করতে পারেন।

জমি দেয়ার শর্ত

# আবাদ করতে হবে সব ধরনের রাসায়নিক সার, বিষ ,হরমোন ও ঘাস মারা বিষ ছাড়া।
# সব ধরনের কাজে সহযোগিতা করবে প্রাকৃতিক কৃষি আন্দোলনের চাষীরা ।
# আবাদের পদ্ধতি প্রাকৃতিক কৃষি/ প্রাণবান্ধব অন্য যেকোন পদ্ধতি ।
# প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র থেকে পরিবারের জন্য নিয়মিত খাদ্য সংগ্রহকারী ব্যক্তি বা পরিবার প্রাকৃতিক পরিবারের অন্তর্ভুক্ত অগ্রাধিকার পাবে। তবে যে কেউ আবাদ করতে পারবেন।
# প্রতি শতাংশ ভাড়া ৪০০ টাকা।
# কাজ শুরুর আগে ১দিনের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে ।
# বীজ পরিচর্যার জন্য চুক্তিভিত্তিক অর্থের বিনিময়ে কৃষি কর্মীরা কাজ করবেন ।