ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

নিরাপদ ও টেকসই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় ডিএনসিসি ও ঢাকা ওয়াসার সমঝোতা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ । ২৬৬ জন

গতকাল মঙ্গলবার (১০ অক্টোবার ২০২৩) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসার মধ্যে নিরাপদ ও টেকসই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য দ্বিপাক্ষিক এক সমঝোতা স্মারক বা memorandum of understanding (MoA) স্বাক্ষরিত হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এমপি।

উল্লেখ্য, অতিথিদের উপস্থিতিতে ডিএনসিসির পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম এবং ঢাকা ওয়াসার পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মোঃ কামরুল হাসান এই সমঝোতা স্মারকে সাক্ষর করেন। “Strengthening the Collaboration between DNCC & DWASA to improve Fecal Sludge Management through Piloting on Scheduled Desludging Initiative” শীর্ষক এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় নগরবাসীর বসতবাড়ি হতে শিডিউলড্ ডিস্লাজিং ( scheduled desludging) এর মাধ্যমে পয়ঃবর্জ্য নিষ্কাষণের সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ হয়। সংগ্রহকৃত বর্জ্য ও দূষিত পানি প্রাথমিকভাবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট যা দাশেরকান্দিতে অবস্থিত, সেখানে পরিশোধন ও পরিবেশে ফেরতের উপযুক্ত অবস্থায় নিষ্কাষণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

ইউনিসেফ এবং বিল এন্ড মেলিন্ডা গেটস্ ফাউন্ডেশনের সহযোগিতায় ডিএনসিসি ও ঢাকা ওয়াসা এটি বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, ইউনিসেফ এর বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট, এশিয়ান উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ।