ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০২৩

নেপালে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১২৮

পাবলিকহেলথ ডেস্ক :
নভেম্বর ৪, ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ণ । ১৬৭ জন

নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতের এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও ১৪১ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, প্রাণহাণির এই সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাঠমন্ডু পোস্ট এই খবর জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। নেপালের ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোট জেলা। জাজারকোট জেলার ভেরি, নালগাদ, কুশে, বেরেকোট এবং চেদাগড় ভূমিকম্প মারাত্মকভাবে আঘাত হেনেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার সব নিরাপত্তা বাহিনীকে তল্লাশি ও উদ্ধার কাজে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ তথ্য অনুসারে, জাজারকোট এবং পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু জাজারকোটেই প্রাণ হারিয়েছেন ৯২ জন। তাদের মধ্যে নালগড় পৌরসভার ডেপুটি মেয়র সরিতা সিংও রয়েছেন। আর পশ্চিম রুকুমে মৃতের সংখ্যা ৩৬ জনে পৌঁছেছে। আর আহত হয়েছেন ৮৫ জন।

২০১৫ সালে একটি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী ভূমিকম্পে প্রায় ৯ হাজার লোকের প্রাণহানি হয় নেপালে। নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ।