ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

পপুলার লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ । ৪৬ জন

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজার কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী ও নন্দন ভট্টাচার্য, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম ও মো. আবু তাহেরসহ কোম্পানির প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।