ঢাকারবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পলিথিন ব্যাগের বিকল্প পাট/কাগজ/কাপড়ের ব্যাগের মেলা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ । ১০৮ জন

আগামী ১ নভেম্বর থেকে কোনো ক্রেতাকে আর পলিথিন জাতীয় ব্যাগ দেওয়া যাবে না। পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পলিথিনের বিকল্প হিসেবে সব ধরনের কাঁচা বাজারে, প্রতিটি সুপারশপ বা শপের সামনে ক্রেতাদের জন্য পাট ও কাপড়ের ব্যাগ রাখা হবে। তাই শপিং ব্যাগের বিকল্প পণ্যের বিষয় সচেতনতা ও বিকল্প পণ্য সরবরাহ সহজীকরণের লক্ষ্যে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে এক উদ্ভাবনী ও অংশগ্রহণমূলক মেলার আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর। এই মেলা চলবে আজ সকাল ১০.৩০ হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।

আজ (২৯ সেপ্টেম্বর) রবিবার পরিবেশ অধিদপ্তর আগারগাঁও নতুন ভবনের ৩য় তলা এই মেলা আয়োজন করা হয়েছে।

নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ এর বিকল্প প্রচলন সংক্রান্ত সেমিনার, প্রধান অতিথি রয়েছে, সৈয়দা রিজওয়ানা হাসান মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিশেষ অতিথি, ড. ফারহিনা আহমেদ সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সভাপতি, ড. আবদুল হামিদ মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর।