ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩

পুঠিয়ায় তিন-ফসলি কৃষিজমিতে পুকুর খনন বন্ধের দাবি

পাবলিক হেলথ ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ । ১৯৬ জন

রাজশাহীর পুঠিয়ায় তিন-ফসলি কৃষিজমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার কৃষকেরা। গত ২৩ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গড়াগাছীর মাঠে এলাকার দুই শতাধিক কৃষকের অংশগ্রহণে ওই মানববন্ধন হয়।

প্রতিবাদকারী কৃষকরা জানিয়েছেন, স্থানীয় বিলে প্রায় ২০০ একর ফসলি জমি রয়েছে। ওই জমিতে চাষাবাদ করে হাজারো কৃষকের সংসার চলে। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী মৎস্যচাষি বিগত কয়েক বছরে বিলের বেশিরভাগ জমিতে পুকুর খনন করেছে। ফলে এখন বছরের বেশিরভাগ সময় এসব বিলে জলাবদ্ধতা থাকে। যার ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এর মধ্যে এবার নতুন করে আরো প্রায় ১০০ বিঘা জমিতে পুকুর খননের কাজ শুরু হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে কয়েক দফা জানিয়েও কোনো সুফল মেলেনি। যে কারণে চাষিরা ফসলি জমি রক্ষায় বিলে মানববন্ধনের আয়োজন করেছেন।