ঢাকাবুধবার , ১২ জুলাই ২০২৩
  • অন্যান্য

প্রবাসীদের জন্য সবচেয়ে নিরাপদ দেশের তালিকা

পাবলিকহেলথ ডেস্ক :
জুলাই ১২, ২০২৩ ৯:২৩ পূর্বাহ্ণ । ২৮৩ জন

প্রবাসীদের জন্য বসবাসের ও কাজের জন্য বিশ্বে সুন্দর ও প্রবাসীবান্ধব দেশের তালিকা প্রকাশ করেছে বৈশ্বিকভাবে প্রবাসীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারনেশনস।

গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটি প্রবাসী র‌্যাঙ্কিং ২০২৩ প্রকাশ করেছে। এ তালিকায় প্রবাসীদের জন্য সবচেয়ে ভাল ও নিরাপদ জায়গা হিসেবে স্থান পেয়েছে মেক্সিকো। এর পরেই স্থান করে নিয়েছে যথাক্রমে স্পেন, পানামা, মালয়েশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, কোস্টারিকা, ফিলিপাইন, বাহরাইন, পর্তুগাল, আরব আমিরাত ও ওমান। সৌদি আরব রয়েছে তালিকার ২৮ নম্বরে। এছাড়া কাতার ও কুয়েত রয়েছে তালিকার ৩১ ও ৫৩ নম্বরে।

বিশ্বব্যাপী ভ্রমণ এবং নেটওয়ার্কিংয়ে দক্ষ এ প্রতিষ্ঠানটি ১৭২টি দেশে অবস্থান করা ১২ হাজারের বেশি প্রবাসীকে এ জন্য সাক্ষাৎকার নিয়েছে।

প্রবাসীদের জন্য সেরা জায়গা
এ জরিপে প্রবাসীদের জীবনযাত্রার মান, বসতি স্থাপনের সহজতা, ব্যক্তিগত অর্থসহ বেশকিছু বিষয় বিশ্লেষণ করা হয়েছে।

১২০০০ প্রবাসীদের মধ্যে একটি দেশের যেকোনো সূচক এবং সামগ্রিক র‌্যাঙ্কিংয়ে তালিকাভুক্ত হওয়ার জন্য কমপক্ষে সেই দেশে অবস্থান করা ৫০জন প্রবাসীর উত্তর সংগ্রহ করা হয়েছে।

মেক্সিকোকে বসবাস করা ৯১ শতাংশ প্রবাসী তাদের জীবন নিয়ে খুশি প্রকাশ করেছে। জরিপ করা লোকেরা স্থানীয় সংস্কৃতিতে অভ্যস্ত হওয়া, স্বাগত বোধ করা এবং স্বল্প খরচে জীবনযাত্রা এবং একটি আকর্ষণীয় পরিবেশ উপভোগ করা সহজ বলে মনে করেছেন।

এছাড়া এশিয়ার এ দেশগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে মালয়েশিয়া। প্রবাসীরা মনে করেন দেশটি তাদের জন্য অনেক প্রবাসীবান্ধব।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য সেরা জায়গা হিসেবে স্থান পেয়েছে বাহরাইন। দেশটি বিশ্বে সামগ্রিকভাবে নবম স্থান পেয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও ওমানও এ সমীক্ষায় ভাল স্কোর করেছে। যাদের অবস্থান যথাক্রমে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ১১তম ও ১২তম স্থানে রয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে সৌদি আরব (২৮তম) ও কাতার (৩১তম) তালিকায় মাঝামাঝি থাকলেও কুয়েত রয়েছে র‌্যাঙ্কিংয়ে ৫৩তম।

তবে প্রবাসীদের অপরিহার্যতা (২য়), বিদেশে কাজ (৪র্থ) ও জীবনযাত্রার মান (৪র্থ)- এই তিন সূচকে প্রবাসীদের মধ্যে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।

প্রবাসীদের মতে, দেশটিতে গাড়ির জন্য সর্বোত্তম অবকাঠামো রয়েছে, সরকারের পরিবেশ রক্ষার নীতিগুলি বেশ দৃঢ়, স্থানীয় ব্যবসায়িক সংস্কৃতি সৃজনশীলতাকে অনেক বেশি উৎসাহিত করে, এবং ভিসা পাওয়ার জন্য দেশটি সবচেয়ে সহজ গন্তব্য।