ঢাকারবিবার , ১৪ জুলাই ২০২৪
  • অন্যান্য

ফরিদপুরে হাসপাতাল পরিচালকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ । ৬২ জন

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি বন্ধ ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এ সময় হাসপাতালের পরিচালকের অপসারণ দাবি করেন জেলার কর্মরত সাংবাদিকরা।

রোববার (১৪ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সড়ক অবরোধ করেন সাংবাদিকরা। আধাঘণ্টা পর কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবিরের অশোভন আচরণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া তার অপসারণ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরবার স্মারকলিপি দেয়া হয়েছে। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বাস্থ্য দফতরের ইতিবাচক সংবাদ বর্জন অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘এর আগে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু পরিচালককে অপসারণ করা হয়নি। এ কারণে আমরা রাস্তায় নেমেছি। পরিচালককে অপসারণ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন, মো. সেলিম হোসেন, মাহফুজুল আলম, নাজিম বাকাউল, আনোয়ার জাহিদ, সিরাজুল ইসলাম ও মনিরুজ্জামান মনির বক্তব্য দেন।

এর আগে ৭ জুলাই পরিচালকের অপসারণ দাবিতে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।