ঢাকামঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ । ৯ জন

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস খাদে পড়লে অন্তত পাঁচ যাত্রী নিহত হয়েছেন। সদরের গেরদা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেল সড়কে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যান। বাকি দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তারা মৃত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই দুজনই নারী। মাইক্রোবাসের চালকসহ মোট ৯ জন যাত্রী ছিলেন।

নিহতরা হলেন—নারায়ণগঞ্জের ভুইয়াপাড়ার সায়েম (৪০), সাদিয়া জহির (৪৫), রানা শরিফ ভূঁইয়া (৬৭) এবং রাইয়ান (১১)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। এই সড়কে একটি রেল ক্রসিং আছে। কিন্তু এটি অনুমোদিত কোনো রেল ক্রসিং নয় বলে সেখানে রেল বিভাগের কোনো তত্ত্বাবধান নেই।

এলাকাবাসী জানায়, মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল, অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল।

ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে যায়। সেটি উৃদ্ধার করা হয়েছে। তবে এটির ভেতরে কিংবা নিচে চাপাপড়া অবস্থায় কোনো মরদেহ পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলে এসে তারা জানতে পেরেছেন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তারা দুজনই নারী। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।’