ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০২৪
  • অন্যান্য

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ । ৮৪ জন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কে ট্রাকচাপায় রমজান আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২৩ জুন) রাত সোয়া ৮টার দিকে জয়পুরহাট সড়কে আদর্শ কেজি স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের রুস্তম আলী সরকারের ছেলে।

নিহতের ছেলে রাকিব বাবু বলেন, বাবা ভোজ্যতেলের ব্যবসা করতেন। নিজের অটোভ্যানে করে তেল বিক্রি করতে ডাকুমারা বাজারে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে জয়পুরহাট সড়কের আদর্শ কেজির সামনে অজ্ঞাত একটি ট্রাকচাপায় তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।