ঢাকাশনিবার , ৬ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ । ১০১ জন

বগুড়া জেলায় আজ বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে তিন শ্রমিক নেতা নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল, ২০২৪) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক গোদার পাড়া এলাকার ফাইন মন্ডল, বাসের ম্যানেজার হান্নান মিয়া এবং চেইন মাস্টার আলমগীর হোসেন এদের দুই জনের বাড়ি শহরের নিশিন্দারা এলাকায়। এরা তিনজনই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

ঘটনাস্থলে থাকা বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান জানান, নওগাঁ থেকে একটি মোটরকার (ঢাকা মেট্রো ৩৫-০৪৪৫) বগুড়া আসছিল। বিপরীত দিক বগুড়া থেকে নওগাঁ গামী একটি লোকাল বাসের (বগুড়া-জ ১১-০০৪৪) সাথে এরুলিয়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটর কারের তিন যাত্রী মারা যায়। বাস ও মোটর কার বগুড়া পুলিশ হেফাজতে পুলিশ লাইনে নেয়া হয়েছে।

তিনি আরো জানান নিহত তিনজনের মরদেহ বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে আছে। অভিযোগ না থাকলে তাদের মৃত দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।