ঢাকাসোমবার , ১৮ মার্চ ২০২৪
  • অন্যান্য

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ । ৮৮ জন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি। আজ (১৮ মার্চ ২০২৪) সোমবার জোহরের নামাজের পর এ উপলক্ষে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্নার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে অংশ নেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশিদ ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন।

এছাড়াও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ মিলাদ মাহফিলে অংশ নেন।