ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

বন্যা: ভালেন্সিয়ায় ১০ হাজার সেনা ও পুলিশ পাঠাচ্ছে স্পেন সরকার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ । ১৮ জন

ভালেন্সিয়ায় ভয়াবহ বন্যার পর দ্রুত পুনর্বাসনে আরও পাঁচ হাজার সেনা ও পাঁচ হাজার পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। শনিবার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘোষণা দেন।

স্পেনের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ২০৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কেবল ভালেন্সিয়া অঞ্চলেই ২০২ জনের প্রাণ গেছে। এছাড়া কাস্তিয়া-লা মঞ্চায় দুজন ও আন্দালুসিয়ায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দেশটির পূর্বাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার চার দিন পরও শনিবার উদ্ধারকারীরা আটকে পড়া গাড়ি ও জরাজীর্ণ ভবনে লাশ খুঁজছিলেন।

এদিকে স্প্যানিশ দৈনিক দিয়ারিওর খবরে বলা হয়েছে, এখনও অন্তত ১ হাজার ৯০০ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার অভিযানে সহায়তায় ৪০০ স্থলযান, ১৫টি হেলিকপ্টার এবং প্রায় দুই হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রায় আড়াই হাজার সিভিল গার্ড এবং ১ হাজার ৮০০ পুলিশ কাজ করছে। তাদের সঙ্গে ভালেন্সিয়ার হাজার হাজার স্বেচ্ছাসেবককে বেলচা ও ঝাড়ু দিয়ে রাস্তা ও বাড়িঘর পরিষ্কার করতে সহায়তা করতে দেখা গেছে।