ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ । ২০ জন

দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ কষ্টে আছে। তাই অন্তর্বর্তী সরকারকে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর নবাবীমোড় এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার ঢিলেঢালাভাবে কাজ করে যাচ্ছে। এভাবে দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকারকে সঠিক একটি রূপরেখা তৈরি করতে হবে বলে জানান তিনি।

ভারত ও শেখ হাসিনা মিলে দেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করছে দাবি করে রিজভী অন্তর্বর্তী সরকারকে সচেতন থাকার আহ্বান জানান।

এবার পূজাতে কোনো ধরনের নাশকতা হয়নি তারপরও ভারত এ নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও পূজামণ্ডপ পাহারা দিয়েছে।