ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-গলফ হাউজ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ । ১৫৭ জন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও গলফ হাউজ একটি সমঝোতা স্মারক সই করেছে। গতকাল (২৮ মে) মঙ্গলবার বিমান প্রধান কার্যালয় বলাকায় এটি সই হয়।

এর ফলে গলফ হাউজের সদস্যরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন রুটে বিশেষ মূল্যে টিকেট সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে গলফ হাউজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রচারে দেশে-বিদেশে বিশেষ ভূমিকা পালন করতে পারবেন।

সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম (সচিব), গলফ হাউজের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হোসেন অয়ন, গলফ হাউজের উপদেষ্টা বোর্ডের সদস্য লেফটেন্যান্ট জেনারেল মো. শফিকুর রহমান (অব.), লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম (অব.), বিমানের পরিচালক (গ্রাহক সেবা) হায়াত-উদ-দৌলা খাঁন (যুগ্ম-সচিব), মো. মাহমুদুল আলম (যুগ্ম-সচিব),মোহাম্মদ সালাউদ্দিন পরিচালক (কার্গো), পরিচালক বিপনন ও বিক্রয়সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং গলফ হাউজের ঊর্ধতন কর্মকর্তারা।