ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩

বিশ্বে ১% মানুষের হাতে বেশিরভাগ সম্পদ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৩ ৮:০০ পূর্বাহ্ণ । ২৯১ জন

বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৮৬০ কোটি। এর মধ্যে গরিব ও হতদরিদ্রের সংখ্যা অর্ধেকেরও বেশি। এবং দিনকে দিন বিশ্বব্যাপী অর্থনৈতিক বৈষম্য হু হু করে বেড়ে চলেছে।

আজ মঙ্গলবার শীর্ষ অর্থনীতির ১১টি দেশের ধনী ও গরিবদের বৈষম্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ডাটা স্ট্যাটিসটিকা।

প্রতিষ্ঠানটির তথ্য বলছে, সম্পদ অল্প কিছু মানুষের হাতে কুক্ষিগত হচ্ছে। হু হু করে বাড়ছে বৈষম্য। যেমন ব্রাজিলের উপরতলার ১ শতাংশ মানুষের হাতে দেশটির মোট সম্পদের প্রায় ৪৯ শতাংশ রয়েছে। ভারতে সেই ৪১ শতাংশ।

ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যের এই ধারায় ভারতের পরই রয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে ১ শতাংশ ব্যক্তির হাতে রয়েছে ৩৪.৩ শতাংশ সম্পদ। এছাড়াও চিনে ৩১.১, জার্মানে ৩০, দক্ষিণ কোরিয়া ও ইতালিতে ২৩.১, অস্ট্রেলিয়ায় ২১.৭, ফ্রান্সে ২১.২, যুক্তরাজ্যে ২০.৭, জাপানে এই হার ১৮.৮।

এর আগে ২০১৭ সালে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের প্রাক্কালে দাতা সংস্থা অক্সফাম প্রকাশিত তথ্য অনুযায়ী, পৃথিবীর মোট জনসংখ্যার গরীব অর্ধাংশ মানুষের হাতে যে সম্পদ রয়েছে তার সমপরিমান সম্পদ রয়েছে মাত্র আট জন ব্যক্তির হাতে। এদের ছয় জন আমেরিকার, একজন স্পেনের এবং অপরজন মেক্সিকোর।

এই শীর্ষ বিলিয়নিয়ারদের মধ্যে মাইক্রোসফটের বিল গেটস, ফেসবুকের মার্ক জাকারবার্গ ও আমাজনের জেফ বেজস অন্যতম। সেসময় মূলত অক্সফাম ধনী-গরিবের ভেতর সুবিশাল বৈষম্য এবং বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতার মধ্যে সংযোগের প্রতি ইঙ্গিত দিয়েছে।

‘অ্যান ইকোনমি ফর দ্য নাইনটি নাইন পারসেন্ট’ শীর্ষক প্রতিবেদনে অক্সফাম জানায়, ভারত ও চীনে সম্পদের অসম বন্টনের যে তথ্য তাদের হাতে এসেছে তাতে নতুন করে হিসাব করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

বিস্তারিত দেখতে পারেন এখানে