ঢাকারবিবার , ৭ জুলাই ২০২৪
  • অন্যান্য

বিস্কুট কিনে ফেরার পথে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ । ৮০ জন

নুসরাত বিস্কুট খাওয়ার জন্য দাদা নিজাম ফকিরের কাছে বায়না ধরে। দাদা কিছু টাকা দেন। টাকা নিয়ে বাড়ির কাছে গোয়ালন্দ বাজার-দৌলতদিয়া ঘাট আঞ্চলিক পাকা সড়ক সংলগ্ন বাংলালিঙ্ক মোবাইল টাওয়ারের কাছে ইমরান শেখের দোকানে যায়। দোকান থেকে বিস্কুট কিনে একাই হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল সে। রাস্তা পার হওয়ার সময় দৌলতদিয়া ঘাট থেকে আসা গোয়ালন্দ বাজারগামী ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন ওই অটোরিকশায় করে শিশুটিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম শিশুটিকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) বিকালে গোয়ালন্দ বাজার-দৌলতদিয়া ঘাট আঞ্চলিক পাকা সড়ক সংলগ্ন বাংলালিঙ্ক মোবাইল টাওয়ারের কাছে ঘটনাটি ঘটে।

নুসরাত জাহান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সৌদি আরব প্রবাসী বাচ্চু মোল্যার মেয়ে।

নুসরাতের ফুপাতো ভাই সাইদুল ইসলাম বলেন, শিশুটির বাবা বাচ্চু মোল্যা ১ বছর ধরে সৌদি আরব থাকেন। বাড়িতে বাবা-মা, স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। নুসরাত ছোট।

শিশুর মৃত্যুর খবর পেয়ে অটোরিকশার চালক আফজাল হাসপাতাল থেকেই পালিয়ে যায়। বিনা ময়নাতদন্তের আবেদনের পর রাত ৮টার দিকে নুসরাতের মরদেহ বাড়িতে আনা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, অটোরিকশার চাপায় নিহত শিশু নুসরাতের লাশ বিনা ময়নাতদন্তের জন্য পরিবার থেকে আবেদন করে। পরিবার থেকে কোনো অভিযোগ না করায় আমরা বিনা ময়নাতদন্তে দাফনের জন্য মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করেছি।