ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

বোমা আতঙ্কে নাকাল ভারতের এভিয়েশন জগৎ, ছয়দিনে ৭০ হুমকি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ । ৩১ জন

গত ছয় দিনে সত্তরটি বোমা থাকার হুমকি পেয়েছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। যা দেশটির এভিয়েশনের ইতিহাসে নজিরবিহীন। এ অবস্থায় ’বোমা আতঙ্ক’ ছড়িয়ে পড়েছে ভারতে ব্যবসা পরিচালনা করা এয়ারলাইন্স কোম্পানিগুলোর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে শনিবার (১৯ অক্টোবর) ভারতের বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে দেশটির এভিয়শন সেফটি সংস্থা ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈঠকে ’বোমাতঙ্ক’ মোকাবেলায় এয়ারলাইন্স কোম্পানিগুলোকে এ ধরনের পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণের পরামর্শ দিয়েছে সরকারি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তবে এই পরামর্শ মানতে গেলে বিপত্তির মুখে পড়তে হতে পারে এয়ারলাইন্সগুলোকে। কারণ এতে উড্ডয়নের আগে বিমানবন্দরগুলোতে যাত্রীদের শরীর ও মালামাল তল্লাশি করতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় হবে এয়ারলাইন্সগুলোর। এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা।

এদিকে এনডিটিভি জানিয়েছে, শুধু শনিবারই ত্রিশটিরও বেশি বোমা থাকার হুমকির সম্মুখীন হয়েছে ভারতে অপারেশন পরিচালনাকারী বিভিন্ন এয়ারলাইন্স। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব বোমার হুমকিদাতাদের অবস্থান দেশের বাইরে।

বেশির ভাগ হুমকিদাতারই আইপি বা ইন্টারনেট প্রটোকল অনুযায়ী অবস্থান যুক্তরাজ্য, জার্মানি, কানাডা এবং যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন তারা। পাশাপাশি হুমকিদাতারা নিজেদের অবস্থান সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করতে পারে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

এদিকে এই হুমকি মোকাবেলায় খুব শিগগিরই এয়ারলাইন্সগুলোর জন্য নতুন গাইডলাইন প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিসিএএস ও ভারতের এভিয়েশন রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা (ডিজিসিএ)।

এদিকে এই বোমাতঙ্কে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের এভিয়েশন জগতে। বোমার হুমকি দেয়ায় বহু ফ্লাইট বিলম্বের শিকার হয়, এমনকি গন্তব্যও পরিবর্তিত হয় অনেক ফ্লাইটের।

ভারতীয় বিমান সংস্থা ভিসতারা জানিয়েছে, শনিবার তারা তাদের আন্তর্জাতিক রুটের ৫টি ফ্লাইটে বোমা থাকার হুমকি পেয়েছে। অপরদিকে ইন্ডিগো এয়ারলাইন্স পেয়েছে চারটি হুমকি। পাশাপাশি বোমার হুমকি পেয়েছে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশ এয়ার, স্পাইসজেট, স্টার এয়ার এবং অ্যালায়েন্স এয়ার।