ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

ব্রাজিলে ভূমিধসে দুই শতাধিক মানুষের আটকে পড়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ণ । ১৫ জন

ব্রাজিলের আমাজোনাস রাজ্যের মানাকাপুরুর একটি বন্দর এলাকায় ভূমিধসে দুইশ জনেরও বেশি মানুষ মাটি চাপা পড়েছে। সোমবার ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রিও ডি জেনেরিওর দমকলকর্মী জানায়, আমাজনের পাড়ে টেরা প্রেটা বন্দর এলাকার ভূমি আকস্মিকভাবে ধসে পড়ে। এই ভূমিধসের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যদিও ওই বন্দরটি নির্মাণাধীন ছিল তবুও পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো এটি। দুর্ঘটনার সময় বন্দরটিতে ২০০ জনেরও বেশি মানুষ পণ্য উঠানো-নামানোর কাজ করছিল।

প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, একটি নৌকায় থাকা পুরো পরিবার মাটিচাপা পড়েছে। এছাড়াও আমাজনের পানিতে ভেসে থাকা অবস্থায় নৌকার বৈঠা, পাইপ, ঘর-বাড়ি ও যানবাহনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

আমাজন অঞ্চলে তীব্র খরার প্রভাবে সৃষ্ট নদী ভাঙনের কারণে এই ভূমিধস হয়েছে বলে মনে করা হচ্ছে।

মানাকাপুরু সিটি কাউন্সিল এক বিবৃতিতে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

বিবৃতিতে কাউন্সিল আরও জানায়, বেসামরিক বাহিনী, সামরিক দমকলকর্মী এবং অন্যান্য উদ্ধারকর্মীরা ভূমিধসে চাপাপড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।