ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

ভারতে এখনো এক বছরের সর্বনিম্নে চালের দাম

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ । ৪৭ জন

রফতানি শুল্ক কমানোর পর ভারতে অব্যাহত কমছে চালের দাম। দেশটিতে চলতি সপ্তাহেও পণ্যটির মূল্য এক বছরের সর্বনিম্ন অবস্থানে রয়েছে। অন্যদিকে আমদানিকারকদের কাছে থাইল্যান্ডের চালের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। ফলে চলতি সপ্তাহে দেশটিতে ঊর্ধ্বমুখী হয়েছে চালের দাম।

শীর্ষ রফতানিকারক দেশ ভারতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের মূল্য ছিল টনপ্রতি ৪৯০-৪৯৫ ডলার, যা গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত। গত সপ্তাহে ভারতের চালের দাম ২০২৩ সালের ২৪ আগস্টের পর সর্বনিম্নে নেমে গিয়েছিল।

ভারতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম ছিল টনপ্রতি ৪৯০-৪৯৫ ডলার।

উল্লেখ্য, ভারত গত মাসে সেদ্ধ চালের রফতানি শুল্ক ১০ শতাংশ কমিয়েছে। অন্যদিকে বাসমতী ছাড়া অন্যান্য সাদা চালের ন্যূনতম রফতানি মূল্য টনপ্রতি ৪৯০ ডলার নির্ধারণ করেছে দেশটি।

এদিকে চলতি সপ্তাহে থাইল্যান্ডে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম বেড়ে টনপ্রতি ৫২৫ ডলারে দাঁড়িয়েছে, গত সপ্তাহে যা ছিল ৫১০ ডলার।

ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘‌ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলো থেকে ধারাবাহিকভাবে চালের চাহিদা বাড়ছে।’

ভিয়েতনামেও চলতি সপ্তাহে চালের দাম কমেছে। দেশটির ফুড অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যানুযায়ী, বৃহস্পতিবার ভিয়েতনামে ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৫৩৭ ডলারে বেচাকেনা হয়েছে, যা গত বছরের জুলাইয়ের পর সর্বনিম্ন। এক সপ্তাহ আগে দেশটিতে প্রতি টন চালের দাম ছিল ৫৩৮ ডলার।

হো চি মিন সিটিভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘ভারতের চালের রফতানি নিষেধাজ্ঞা শিথিলের পদক্ষেপ বিশ্ববাজারকে কিছুটা প্রভাবিত করেছে। তবে ভিয়েতনামের ওপর এর প্রভাব সীমিত বলে মনে হচ্ছে। মূলত অভ্যন্তরীণ সরবরাহ কমে যাওয়ায় দেশে আমদানি-রফতানি কার্যক্রম কমেছে। ফলে নিম্নমুখী হয়েছে চালের দাম।’

বাংলাদেশে চলতি সপ্তাহে চালের দাম আরো বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।