বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেছে। ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে প্রযুক্তিগত সমস্যার কারণে মহারাষ্ট্রের নাগপুরে এটি অবতরণ করে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টা ৫৩ মিনিটে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে উদ্দেশ্য রওয়ানা দেয়। আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটে মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন। নাগপুর এয়ারপোর্টে যাত্রীদের সব ধরণের সাপোর্ট দেওয়া হচ্ছে।
তাছাড়া, ইতোমধ্যে আজ সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ১২টা ৩৯ মিনিটে পৌঁছে গেছে। নাগপুর থেকে অপেক্ষমান যাত্রীদের নিয়ে এই ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।’
তিনি বলেন, যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।