ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
  • অন্যান্য

ভালোর সঙ্গে খারাপ ব্যাংক একীভূত হলে তা হবে উদ্বেগের’

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৩, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ । ১৫৯ জন

ভালো ব্যাংকের সঙ্গে খারাপ ব্যাংক একীভূত করা হলে তা উদ্বেগের হবে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। আজ (২৩ মার্চ ২০২৪) শনিবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে একটি ব্যাংক ভালো অবস্থায় গেছে। সেখানে খারাপ একটি ব্যাংক মিলিয়ে দিলে তার উচ্চ খেলাপি ঋণ, সংস্কৃতি, মানব সম্পদ, তারল্য পরিস্থিতির কারণে সেটিও খারাপ হয়ে যেতে পারে। তড়িঘড়ি না করে সব দিক বিবেচনা করে একীভূতকরণ করতে হবে।

ফাহমিদা খাতুন বলেন, ‘ব্যাংক খাতের সংস্কারের বিষয়টি অনেক আগে থেকেই বলা হচ্ছে। সংস্কারে যতো দেরি হবে, ততই সমস্যা বাড়বে। তাই বলে কোন উপায়ে একীভূত করা হবে, আবার প্রকৃত অবস্থা খারাপ তবে পরিচালনায় প্রভাবশালীদের ব্যাংক একীভূত করা হবে কি না এসব নিয়ে প্রশ্ন রয়েছে। এখন ব্যাংক খাত সংস্কারে আইএমএফের শর্তের কারণে এটা লোক দেখানোর চেষ্টা কি না- সে প্রশ্নই উঠেছে। সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হলে এসব আলোচনা আসত না।’

বক্তারা বলেন, সুশাসন ঘাটতি এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা না থাকায় ব্যাংকের অবস্থা আজকের পর্যায়ে এসেছে। হঠাৎ করে একদিনে আজকের অবস্থা তৈরি হয়নি। আবার যে অবস্থা দেখানো হচ্ছে, প্রকৃত অবস্থা তার চেয়ে খারাপ। সুতরাং কিছু ব্যাংক একীভূত করতে হবে। তবে তড়িঘড়ি না করে সবধরনের নিয়ম মেনে না করলে এটা টেকসই হবে না। এছাড়া স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের প্রস্তাব উঠে আসে আলোচনায়।

তারা আরও বলেন, দুর্বল ব্যাংকের খেলাপি ঋণ কিনতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের কথা বলা হচ্ছে। অথচ এখন পর্যন্ত দেশে এ ধরনের আইন নেই। এখন এটা যদি সরকারি অর্থায়নে করা হয়, তাতে জনগণের ওপর বোঝা পড়বে। সব দিক ভেবে স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।

প্রবাসী সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন ও অর্থনীতি গবেষক জিয়া হাসান। বক্তব্যে দেন অর্থনীতিবিদ জ্যোতি রহমান ও ড. নিয়াজ আসাদুল্লাহ।