ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪

ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ । ২৮ জন

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র সমাজ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে এ সমাবেশ করে তারা। এসময় তারা টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান শেষে বক্তব্য দেন।

সমাবেশ শেষে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ মিছিল করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেন তারা। এসময় স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলতে গেলে তার অফিস তালাবদ্ধ পাওয়া যায়।

সমাবেশে বক্তারা বলেন, ভৈরব জংশন স্টেশনটিতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় রেলপথে প্রতিদিন ১৮টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। দুঃখজনক হলেও সত্যি এসব ট্রেনের সবগুলো টিকিটই কালোবাজারিদের হাতে চলে যায়। ফলে ৮৫ টাকার টিকিট ৩০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে যাত্রীদের। তাই আজকের পর থেকে এই স্টেশনে যেন টিকিট কালোবাজারি না হয় এর জন্য কালোবাজারিদের সর্তক করা হয়। আলোচনায় অংশ নেন আরাফাত ভূঁইয়া, আজারুল ইসলাম রিদম, সিদরাতুল রশিদ পিয়াল।