ঢাকাশনিবার , ১৬ মার্চ ২০২৪
  • অন্যান্য

ভোক্তাদের সুবিধা দিলে ব্যবসায়ীরাও সুবিধা পাবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ । ৫৮ জন

ভোক্তাদের সুবিধা দেওয়ার জন্য কম দামে পণ্য বিক্রি নিশ্চিত করলে ব্যবসায়ীরাও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। গত (১৫ মার্চ ২০২৪) শুক্রবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না সরকার। রমজানে অনেক ব্যবসায়ী এবং কোম্পানি মিল গেটের দামে পণ্য বিক্রি করছেন। এতে ভোক্তারা অনেকটা স্বস্তি পাচ্ছেন। তবে নিত্যপণ্যে যৌক্তিক কর ব্যবস্থাপনা না থাকলে ভোক্তারা উপকৃত হবেন না বলে মনে করেন তিনি।

আহসানুল ইসলাম জানান, রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এরই মধ্যে তেলের দাম কমানো হয়েছে। পাশাপাশি টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি চলমান। রোজার আগে ভারত থেকে পেঁয়াজ আনার ইচ্ছা ছিল। কিন্তু নানা কারণে হয়নি। তবে আগামী সপ্তাহে পেঁয়াজের প্রথম ট্রাক বাংলাদেশে ঢুকবে। পর্যায়ক্রমে ৫০ হাজার টন পেঁয়াজ আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, পণ্যের উচ্চমূল্যের জন্য ডলার অনেকটা দায়ী। পাশাপাশি শুল্ক-করও রয়েছে অনেক বেশি। এগুলো দাম বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। কিছু নিত্যপণ্যে শুল্ক-কর থাকা ঠিক নয়। তবে কৃষকের স্বার্থে দেশে উৎপাদিত পণ্যে শুল্ক-কর থাকতে পারে।

এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি আমিন হেলালী বলেন, বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন বেশি দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে সুযোগ নিচ্ছেন। এদিক থেকে বেসরকারি খাতকে সচেষ্ট হতে হবে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, বাজারে অসম প্রতিযোগিতা ঠেকাতে অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, আমদানিকারক, উৎপাদনকারী, ব্যবসায়ী অ্যাসোসিয়েশন, বাজার সমিতিসহ সবার ভূমিকা রাখতে হবে। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করতে হবে।

অনুষ্ঠানে পণ্যের অবৈধ মজুত পরিস্থিতি তদারকি বিষয়ে ভোক্তা অধিদপ্তরের প্রস্তুত করা পণ্য সরবরাহ ব্যবস্থা তদারকি পদ্ধতি (এসসিএমএস) শীর্ষক সফটওয়্যারের পাইলটিং পর্যায়ের উদ্বোধন করা হয়। এ ছাড়া ব্যবসায় উত্তম চর্চার স্বীকৃতিস্বরূপ চার ব্যবসায়ীকে ‘বেস্ট প্র্যাকটিস’ সম্মাননা দেওয়া হয়।