ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

মিয়ানমারে ৯ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা

পাবলিক হেলথ ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ । ৬১৯ জন

মিয়ানমারের জান্তা সরকার ৯ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। ৪ জানুয়ারি বৃহস্পতিবার মিয়ানমারের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

জান্তা সরকারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, দেশের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তারা বিভিন্ন কারাগারের ৯ হাজার ৬৫২ বন্দির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। যদিও বিবৃতিতে মুক্তি পেতে যাওয়া বন্দিদের মধ্যে কোনো রাজনৈতিক বন্দি আছেন কিনা, তা উল্লেখ করা হয়নি।

আলাদা এক বিবৃতিতে জান্তা সরকার জানিয়েছে, সাধারণ ক্ষমা পাওয়াদের মধ্যে ১১৪ জন বিদেশি বন্দিও আছেন।