ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
  • অন্যান্য

মুগদা হাসপাতালে আরও ১৫৯ ডেঙ্গুরোগী ভর্তি, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ । ২৪০ জন

দেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। এ অবস্থায় সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১৫৯ জন, মারা গেছেন ৪ জন।

আজ মঙ্গলবার (১ আগস্ট) মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এ তথ্য জানিয়েছে।

হাসপাতালের তথ্যে জানা যায়, গতকাল পর্যন্ত হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি ছিল ৫১৮ জন। ২৪ ঘণ্টায় ১৮৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় বর্তমানে ডেঙ্গু রোগী আছে ৪৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় মুগদা মেডিকেলে নতুন ৪ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এ বছর জানুয়ারির ১ তারিখ থেকে ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতালেই মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে। এছাড়া হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৫৯৮৬ জন রোগী।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪৪০ জন।