ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০২৪
  • অন্যান্য

মুন্সীগঞ্জে বাইক দুর্ঘটনায় মোটর মেকানিক নিহত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ । ৮৩ জন

মুন্সীগঞ্জ, জেলার সিরাজদিখানে বাইক দুর্ঘটনায় এক মোটর মেকানিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়- নিহত মোটর মেকানিক নেওয়াজ শেখ (১৯) সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আলমগীর শেখের পুত্র।

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, সকালে একটি মোটর বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নেওয়াজ শেখ নামে একজনের মারা গেছেন।
এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।