ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  • অন্যান্য

মৃত্যুঝুঁকি না থাকলে ডেঙ্গু টিকা ট্রায়াল করতে চায় বিএসএমএমইউ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ । ২২৬ জন

ডেঙ্গুর যেসব টিকা অন্য দেশে তৈরি হয়েছে, মৃত্যুঝুঁকি না থাকলে সেসব টিকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ট্রায়াল করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, টিকা নিয়ে গবেষণার জন্য বিএসএমএমইউতে ভাইরোলজিস্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

রোবরাব (২০ আগস্ট) বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা ও প্রতিরোধ, আমাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

দেশে এখনো ডেঙ্গুর টিকা প্রয়োগের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি জানিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, দেশে এ বছর এক লাখের মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তবে এই ভাইরাস প্রতিরোধে টিকা এখনো সহজলভ্য না হওয়ায় এবং টিকা নিয়ে বিতর্ক থাকায় এখনো প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণ না করে ডেঙ্গু আক্রান্ত অসুস্থ রোগীদের অস্ত্রোপচার না করার আহ্বান জানিয়ে ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগই নারী, তাদের একটি বড় অংশ অন্তঃসত্ত্বা ছিলেন। তাই গর্ভবতী ও শিশুদের জন্য বাড়তি সতর্কতার ব্যবস্থা রাখতে হবে। তাদের শরীরে যদি ডেঙ্গু সংক্রমণ থাকে, তা নিয়ন্ত্রণ করে অস্ত্রোপচার করা উচিত নয়।

সেমিনারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন উপস্থিত ছিলন।