আজ ৩১ ডিসেম্বর চালু হয়েছে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন।
দিনে এক লাখ ৩০ থেকে এক লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করছেন।
এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪ তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়।
ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, ৩১ ডিসেম্বর থেকে সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতেই সকাল সাতটা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আগামী তিন মাসের মধ্যে এ অংশে ট্রেন দিয়াবাড়ী-আগারগাও অংশের মতো রাত পর্যন্ত চলবে।
ভিড়ের কারণে দুই থেকে পাঁচ শতাংশ যাত্রী পিক আওয়ারে ট্রেনে উঠতে পারছেন না বলে জানিয়েছেন এম এ এন ছিদ্দিক। এ জন্য ট্রেনে উঠানামার নিয়ম মানতে অনুরোধ জানিয়েছেন তিনি।