মোজাম্বিকের মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। দেশটির মধ্যপ্রদেশ সোফালায় রোবরার রাতে মালবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সরকার পরিচালিত রেডিও মোজাম্বিকের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় ৪৮ জন আহত হয়েছে।
বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে ৭০ জনেরও বেশি যাত্রী ছিল। এটি দোন্দো জেলার মুটুয়া থেকে সোফালার রাজধানী বেইরা যাচ্ছিল।দুর্ঘটনার তদন্ত চলছে।
মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি দ্রুত গতিতে বাস চালানোর নিন্দা করেন।