ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চায় চীন : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ । ৩৩ জন

বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে সেই মাছ নিজ দেশে রফতানি করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা রাষ্ট্রদূত Mr.Yao Wen আজ (২ অক্টোবর) বুধবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেছেন।

সামুদ্রিক মাছের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রফতানিতে চীনের আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে চীনে মাছ রফতানি করতে চায়।

আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, কুচিয়া, পাট ও পাটজাত পণ্য এবং আম রফতানির জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান, এ সব পণ্য চীনের বাজারে যথেষ্ট চাহিদা থাকায় বাংলাদেশ রফতানির সুযোগ গ্রহণ করতে পারে।

বাংলাদেশ ও চীনের সম্পর্ক বাড়ায় সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশি পণ্য চীনের বাজারে শুল্কমুক্তভাবে রফতানিতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

এসময় দুই দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্যে পৌঁছায়।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এ. টি. এম. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন, চীনা দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর সং ইয়ং, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সি চেন প্রমুখ।