ঢাকাসোমবার , ২০ মে ২০২৪

যশোরে ইটবোঝাই ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ । ৯৮ জন

যশোরে ইটবোঝাই ট্রাকচাপায় নেসার আলী (৬০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রূপদিয়ার জিরাট গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেসার আলী সদর উপজেলার নরেন্দ্রপুর চাপাতলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নেসার আলী ভ্যানে ইটবোঝাই করে রূপদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। জিরাট গোডাউনের সামনে পৌঁছালে যশোরের দিকে আসা একটি ট্রাক ভ্যানটিকে সজোরে আঘাত করলে ভ্যানচালক নেসার ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

ট্রাক চালককে আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।