ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  • অন্যান্য

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৬, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ । ১৩৭ জন

রাজধানীর চকবাজারে শফিউদ্দিন (৬৭) ও শ্যামপুরের পোস্তগোলায় মো. সেলিম (৪৮) পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মার্চ) রাতে ঘটনা দুটি ঘটে। তাদের কে উদ্ধার করে পৃথক সময়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুইটি ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহত সেলিমের স্বজনদের সূত্রে জানা গেছে তিনি শ্যামপুর মডেল স্কুলের পাশে এরিস্টো ফার্মার ফ্যাকটরীর ইন্জিনিয়ারিং সেকশনের সুপারভাইজার ছিলেন। কাজ শেষে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন, পথিমধ্যে রাত সাড়ে ৮ টার দিকে পোস্তগোলা টেম্পো স্টেন্ড এলাকায় একটি বড় কোন যানবাহন মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে চলে যায়। এই সময় সেলিম পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার সময়ে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন রাতে চকবাজার নিরব হোটেলের সামনে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন, ওই এলাকার বাসিন্দা জনাব শফিউদ্দিন (৬৭)। সে সময়ে তিনি নামাজ পড়ে বাহিরে বের হয়েছিলেন। তার ছেলে মো. রাকিব হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে রাত সাড়ে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকবাজারের নাজিমউদ্দীন রোডের স্থানীয় বাসিন্দা শফিউদ্দিন। তার বাবার নাম ইউসুফ। তিনি দুই ছেলের জনক ছিলেন ।