ঢাকা ওয়াসার পানিতে আবার মলের জীবাণু! রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুরের বাসা-বাড়ির ৪০ ভাগ পানিতে মানুষের মলের জীবাণু পাওয়া গেছে। জানিয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট।
এমন দূষিত পানি পান করাসহ দৈনন্দিন কাজে ব্যবহার করছেন সাধারণ নগরবাসী। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। এ জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। খবরের সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিলিভিশন অনলাইন।
সংগৃহিত পানিতে তিন ধরনের ব্যাকটেরিয়া পেয়েছেন গবেষকরা। এসব জীবাণু আসে মানুষের মল থেকে। ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস ও অ্যামিবিয়াসিস রোগের কারণ এসব ব্যাকটেরিয়া।
পানির মান পরীক্ষা করতে মিরপুর ও যাত্রাবাড়ীর বিভিন্ন বাসা-বাড়ি থেকে পানির ১৫০টি নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। ২০২২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত সংগ্রহ করা হয় নমুনা। তাতে গবেষকরা ৩০ ভাগ খাওয়ার পানির পাত্রে ব্যাকটেরিয়া পেয়েছেন। সবচেয়ে বেশি ৭৫ ভাগ পানির ট্যাঙ্কিতেই পাওয়া গেছে জীবাণু।
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায়, যাত্রাবাড়ী ও মিরপুর এলাকার বাসা-বাড়ির খাওয়ার পানিতে ৩০ ভাগ, রান্নাঘরের পানিতে ২৫ ভাগ, গোসলের পানিতে ৪৫ ভাগ এবং ট্যাঙ্কির ৭৫ ভাগ পানিতে মলের জীবাণু মিলেছে। ঝুঁকি এড়াতে সরাসরি পানি পান না করে পরিশোধন করা পানি পানের পরামর্শ গবেষকদের।