ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৪০ অভিবাসী

পাবলিক হেলথ ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ । ৫৭৫ জন

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪০ অভিবাসী। তাঁরা হলেন লিবিয়ার পূর্বাঞ্চলের দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৩ জন ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ২৭ বাংলাদেশি। এই ১৪০ অভিবাসীকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় গতকাল ২১ ডিসেম্বর সকালে দেশে ফেরত আনা হয়েছে। এ সময় শাহজালাল বিমানবন্দরে প্রত্যেককে পকেটমানি হিসেবে ৫ হাজার ৯১৯ টাকা এবং কিছু খাদ্যসমগ্রী উপহার দেয় আইওএম।

লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস দারনা ও আল-বাইদা শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জরুরি ওষুধ, ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছেন। তবে বন্যায় দারনা শহরের প্রবাসীদের পাসপোর্টসহ বৈধ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ায় তাদের দেশে প্রত্যাবাসনে কিছুটা বিলম্ব হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধভাবে কিংবা দালালের খপ্পরে পড়ে কেউ যাতে বিদেশে না যায় সে বিষয়ে পরিচিতদের সচেতন করার অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের জুলাই থেকে গতকাল পর্যন্ত ত্রিপলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত মোট ৯৭৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। খুব শিগগির অনিয়মিত সব বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হবে।