ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

শনিবার থেকে ‘পিক আওয়ারে’ মেট্রো চলবে ৮ মিনিট পরপর

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ । ২৭২৭৪ জন

যাত্রীদের সুবিধার জন্য আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ‘পিক আওয়ারে’ ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট পরপর মেট্রোরেল ছাড়া হবে। মেট্রোরেল চলাচলের এই সূচি রমজান মাস শুরুর আগপর্যন্ত থাকবে।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে ডিএমটিসিএলের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন হয়।

নতুন সময় অনুযায়ী উত্তরা থেকে মতিঝিলের দিকে সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরার দিকে সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত সময়কে এই ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করা হবে। একইভাবে উত্তরা-মতিঝিল বেলা ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা এবং মতিঝিল-উত্তরা বেলা ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ারের সময়।

এ ছাড়া সারা দিনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেনের যাতায়াত ২৬ বার বাড়ানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আগে সারা দিনে মোট ১৫২ বার মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল যাতায়াত করত। আগামী শনিবার থেকে এটি মোট ১৭৮ বার যাতায়াত করবে।

সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ২ লাখ ৭০ হাজার যাত্রী মেট্রোতে যাতায়াত করে। এই হিসেবে প্রতি ট্রেনে যাত্রী থাকে গড়ে ১ হাজার ৭৫০ জন। ট্রেন চলাচল বাড়ানোর কারণে প্রতি ট্রেনে দেড় হাজারের মতো যাত্রী যাতায়াত করতে পারবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘পিক আওয়ারের’ সময় ছাড়াও উত্তরা থেকে মতিঝিলের দিকে সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা গন্তব্যে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত ‘স্পেশাল পিক আওয়ার’ হিসেবে বিবেচিত হবে। এ সময় ১০ মিনিট পরপর ট্রেন চলবে। অর্থাৎ এই সময়ে আগে দুটি ট্রেন চলাচল করত। শনিবার থেকে এই সময়ে ট্রেন চলবে তিনটি।

এ ছাড়া ‘অফ পিক আওয়ারে’ ট্রেন চলবে ১২ মিনিট পরপর। মেট্রোরেলের নতুন সূচি অনুযায়ী এই সময় উত্তরা থেকে মতিঝিলের দিকে বেলা ১১টা ৪৯ মিনিট থেকে বেলা ৩টা ১২ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরার দিকে দুপুর ১২টা ৯ মিনিট থেকে বেলা ৩টা ৫২ মিনিট পর্যন্ত।

ভাড়া বাড়তে পারে
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক মেট্রোতে যাতায়াতের ভাড়া বাড়তে পারে বলে জানান। তিনি বলেন, যদি এনবিআর টিকিটের ওপর কর আরোপ করে কিংবা বিদ্যুতের দাম বাড়ে, তাহলে মেট্রোতে যাতায়াতের ভাড়াও বেড়ে যাবে। তবে এখনো ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

এ ছাড়া বিভিন্ন সময় ট্রেন চলাচলে বিঘ্ন হওয়ার বিষয়ে তিনি বলেন, একেক সময় একেক কারণে ট্রেন চলাচলে বিঘ্ন হচ্ছে। গতকালের সমস্যা ঘুড়ির জন্য হয়েছে। ঘুড়ি সরাতে গেলে পুরো লাইন বন্ধ করতে হয়। লাইন বন্ধ না করে কাজ করা যায় না। ঘুড়ি ও ফানুস ওড়ানোর বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর মধ্যে গতকাল দুজনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করা হয়েছে। ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় থানায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আজকে ঘুড়ি তৈরি ও বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। প্রায় সাত হাজার ঘুড়ির সঙ্গে লাটাই, সুতা এগুলো জব্দ করা হয়েছে। এই অভিযান চলতে থাকবে। না হলে মেট্রোরেল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।