ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪

শাটল ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৪ ১:০১ অপরাহ্ণ । ১৫৭ জন

চট্টগ্রাম নগরীতে, সকালে ইব্রাহিম ইরফান নামের এক কলেজছাত্র কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিল। ট্রেন আসতে দেখে সাধারণ মানুষ দূর থেকে চিৎকার করলেও সে তা শুনতে পায়নি। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ষোলশহর রেলস্টেশনের আগে ২ নম্বর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাটল ট্রেনের নিচে কাটা পড়া ব্যক্তির নাম ইব্রাহিম ইরফান (১৭) তিনি ফটিকছড়ি এলাকার মাহবুবুর আলমের ছেলে। সে নগরীর সিএমপি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. হোসেন জানান, সকালে ইরফান কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিল। ট্রেন আসতে দেখে সাধারণ মানুষ দূর থেকে চিৎকার করলেও সে তা শুনতে পায়নি। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, ‘নিহতের পরিচয় পেয়েছি। ছেলেটি মোবাইলে কথা বলছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’