ঢাকাবুধবার , ৩১ মে ২০২৩
  • অন্যান্য

শিশু কল্যাণ বোর্ড শিশুদের উন্নয়নে কাজ করবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ । ৩১৫ জন

দেশের প্রতিটি শিশু যাতে সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠে সে লক্ষ্যে সরকার কাজ করছে। শিশু আইনের বিধান অনুযায়ী গঠিত শিশু কল্যাণ বোর্ড শিশুদের উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের এক সভায় সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার শিশুদের আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু আইন প্রণয়ন করেছে। আইনের বিধানানুযায়ী জাতীয় শিশু কল্যাণ বোর্ড গঠন করা হয়েছে। প্রথমবারের মত এই বোর্ড সভা অনুষ্ঠিত হলো। শিশুদের কল্যাণে জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যন্ত গঠিত বোর্ডকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

সভায় বোর্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।