ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪

শেরপুর শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ । ৪৯ জন

শেরপুর শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শহরের চকবাজার শহীদ মিনার চত্বর ও তিনানী বাজার কলেজ মোড় থেকে তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এই অভিযানে কলেজ মোড়, নিউমার্কেট, রঘুনাথ বাজার থানা মোড়, মুন্সীবাজার, খরমপুর, খেয়ারপাড় মোড়সহ ইউএনও অফিস চত্বরেও পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা যায় তাদের।

কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠনের একজন রবিউল ইসলাম রতন বলেন, ‘অসহযোগ আন্দোলনের কারণে শেরপুর শহরের বিভিন্ন এলাকা ও স্থাপনায় ময়লার স্তুপ জমা হয়েছে। তাই তারা নিজেদের উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।’

ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী লিপু বলেন, ‘দেশের সরকার এখনও গঠন হয়নি। সেজন্য আমরা সাধারণ ছাত্ররা রাজপথে পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে যাচ্ছি।’

এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে, বিশ্ববিদ্যালয়-কলেজ ও স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা। স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে রয়েছে- আজকের তারুণ্য, ক্লিনআপ শেরপুর, রক্তসৈনিক বাংলাদেশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।