ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য

শেরপুরে ৮ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ । ৬ জন

বায়ুদূষণ বন্ধে শেরপুরের নকলায় আটটি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ডাদেশ দেন।

ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে কয়েকটি ইটভাটার চুল্লি ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মামুন জানান, যথাযথ আইন না মেনে ইটভাটা স্থাপনের কারণে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণের কবল থেকে দেশ-জাতিকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জরিমানার সাজা পাওয়া ইটভাটাগুলো হলো— নকলার কুর্শাবাদাগৈড় এলাকার মেসার্স এফআর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশা গ্রামের মেসার্স জননী ব্রিকস, বন্দটেকি গ্রামের মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও রুনীগাও এলাকার মেসার্স চমক ব্রিকস।