ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪

সড়কের দায়িত্ব বুঝে নিলো ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ । ৩১ জন

প্রায় এক সপ্তাহ পর শিক্ষার্থীদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিলো ট্রাফিক পুলিশ। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সপ্তাহখানেক পর চিরচেনা রূপে ফিরল রাজধানীর সড়ক। সরেজমিনে দেখা যায়, যানজট নিন্ত্রণের দায়িত্বে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর প্রায় সব সড়কেই দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। বক্সগুলো মেরামত করে শিগগিরই কাজে গতি ফিরিয়ে আনার দাবি তাদের।

হামলার ভয়ে গত সপ্তাহের সোমবার (৫ আগস্ট) থেকে সড়কে ছিলেন না ট্রাফিক পুলিশ সদস্যরা। বেশ কিছু দাবিতে অনেকে দেন কর্মবিরতির ঘোষণাও। এই সময়ে দায়িত্ব সামাল দিয়েছেন শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস আর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও রাজপথে নেমেছে ট্রাফিক পুলিশ। দুঃসময় কাটিয়ে সবার সহযোগিতায় শিগগিরই আবারও পুরানো রূপে ফিরবে ঢাকার রাজপথ- এমনটাই প্রত্যাশা তাদের।

সড়কে পুলিশ ফিরলেও এখনও মাঠে আছেন শিক্ষার্থী ও সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাদের প্রত্যাশা, নতুন রূপে ফিরবে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বলছেন, ট্রাফিকের কাজটা মূলত পুলিশের। তারা অনুপস্থিত থাকায় কাজটা শিক্ষার্থীরা করেছেন। আশা করছি, পুলিশ এবার নতুনভাবে আগের চেয়ে ভালো কাজ করবে।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হলেও, ট্রাফিক পুলিশ বক্সগুলো অকেজো থাকায় কিছুটা ভোগান্তি বেড়েছে। শিগগিরই সেগুলো মেরামতের দাবি পুলিশের।