ঢাকাবুধবার , ৫ জুলাই ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

সদস্যদের ‘ব্যতিক্রমধর্মী উপহার’ গাছের চারা বিতরণ করছে বিএসআরএফ

পাবলিকহেলথ ডেস্ক:
জুলাই ৫, ২০২৩ ৮:৫০ পূর্বাহ্ণ । ৪২৭ জন

উপহার পেতে সবাই ভালবাসে। তবে উপহারটি যদি হয় একটু ব্যতিক্রমধর্মী তাহলে খুশির মাত্রা বেড়ে যায়। আর যদি পরিবেশ রক্ষায় অবদান রাখার মতো উপহারে আনন্দের ব্যপ্তি ছড়িয়ে ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ-দেশে। হ্যাঁ প্রচলিত চিন্তার বাইরে গিয়ে সদস্যদের বনজ ও ফলজ বৃক্ষের চারা প্রদানের উদ্যোগ নিয়েছে সচিবালয়ভিত্তিক  সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

সম্প্রতি  বিএসআরএফ এর সাধারণ সম্পাদক মাসউদুল হক,বিবৃতিতে জানান, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বনায়ন কর্মসূচি থেকে প্রাণের সংগঠন বিএসআরএফ সদস্যদের জন্য প্রায় ২৮ জাতের গাছের চারার ব্যবস্থা করা হয়েছে।”

বিতরণযোগ্য গাছের চারার মধ্যে রয়েছে, দেশিনিম, হরিতকি, বহেরা, অর্জুন, আমলকি, জলপাই, লেবু, জাম্বুরা, জাম, আমড়া, পেয়ারা, কাঁঠাল, আনার, কদবেল, একাশিয়া, মিনজিয়াম, রেইনট্রি, শীল কড়াই, মেহগনি, গামার, চিকরাশি, বকাইনিম, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, ঝাউ, গর্জন, জারুল, সোনালু।

শুধু গাছের চারা বিতরণই নয়, চাহিদা অনুযায়ী চারাগুলো সদস্য সাংবাদিকদের উল্লেখিত ঠিকানায় পৌঁচ্ছে দেয়ার ব্যবস্থা নিয়েছে বিএসআরএফ। যে সকল সদস্যের ঢাকা অথবা গ্রামে গাছের চারা রোপণ করার মতো জায়গা বা জমি আছে,তাদের চাহিদা অনুযায়ী গাছের চারা দেয়া হবে জানানো হয়েছে।

সাংবাদিকদের সংগঠন হিসাবে বিএসআরএফের পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত সময়োপোযোগী বলে জানান সদস্যরা। এসব গাছ বছরের পর বছর এলাকায় এলাকায় ফল ও ছায়া দেবে। সাংবাদিকদের এমন উদ্যোগে অন্যরাও গাছ লাগাতে আগ্রহী হবে বলেও জানান তারা।

যারা গাছের চারা নেবেন তাদেরকে ঢাকায় উল্লেখিত ঠিকানায় পৌঁছে দেবে। এ জন্য নিম্নে উল্লেখিত ছকে নাম,ঠিকানাসহ অনান্য তথ্য গ্রুপে অথবা দপ্তর সম্পাদক বরাবর দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আগামীতে বনায়ন কর্মসূচিতে তালিকাভুক্ত গাছের পাশাপাশি ঢাকার বাসিন্দাদের জন্য  ছাদ বা বারান্দায় রোপন করার মতো ফুলসহ সৌন্দর্য্যবর্ধনমূলক গাছে চারা যুক্ত করার উচিৎবলে মনে করেন বিএসআরএফ সদস্যদের কেউ কেউ।ইতিমধ্যে নিজ নিজ এলাকায় ফলজ ও বনজ বৃক্ষের চারা সংগ্রহের চাহিদা পত্র নির্ধারিত ফর্মে জমা দিয়েছেন অনেকেই।