ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০২৪
  • অন্যান্য

সাইকেলসহ রোলারের নিচে চাপা পড়ে নিহত হলেন পল্লি চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ । ৬৪ জন

নিহত মিজানুর পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা এলাকায় দোকান বন্ধ করে বাইসাইকেলে করে সুখবাসপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন সড়কে কাজ করার সময় মুক্তারপুর-ছনবাড়ী সড়কে কাজে ব্যবহৃত সড়ক ও জনপদের রোলার পেছন দিকে যেতে গিয়ে পেছনে থাকা বাইসাইকেলসহ মিজানুরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের সিপাহীপাড়া বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিজানুর মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকার লালমিয়া বেপারীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিজানুর পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা এলাকায় দোকান বন্ধ করে বাইসাইকেলে করে সুখবাসপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন সড়কে কাজ করার সময় মুক্তারপুর-ছনবাড়ী সড়কে কাজে ব্যবহৃত সড়ক ও জনপদের রোলার পেছন দিকে যেতে গিয়ে পেছনে থাকা বাইসাইকেলসহ মিজানুরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া জানান, সিপাহীপাড়া চৌরাস্তায় নির্মাণাধীন সড়ক ও জনপদের সড়কে কাজ করার সময় রোলার পেছন দিকে যেতে গিয়ে পেছনে থাকা বাইসাইকেলসহ মিজানুরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। স্বজনরা এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।