ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩

সাইফুজ্জামান শিখর এমপি’র সঙ্গে তামাক বিরোধী জোটের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ । ৩৩৮ জন

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সঙ্গে সাক্ষাৎ করেছে তামাক বিরোধী জোটের সদস্যরা। গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩) বেলা সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) এর উদ্যোগে সংসদ ভবনের চত্তরে তার নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় এমপি সাইফুজ্জামান শিখরের সাথে তামাক নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণের বিষয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসবেন। প্রধানমন্ত্রী সেই ঘোষণা বাস্তবায়নে যেকোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে আমিও মনে করি তামাকমুক্ত বাংলাদেশ হওয়া জরুরি। এক্ষেত্রে একজন সংসদ সদস্য হিসেবে আমার যা যা করণীয় সেসব করবো। একইসঙ্গে তামাক বিরোধী কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবো।

সাক্ষাতের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাগুফতা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো ও বিএনটিটিপির প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল, প্রজেক্ট কর্মকর্তা ইব্রাহীম খলিল, ডাসে্র প্রোগ্রাম অফিসার রবিউল আলম এবং প্রশাসন ও হিসাব রক্ষক রূপালী খাতুন, ডব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রামস সৈয়দা অনন্যা রহমান ও সহকারী প্রকল্প কর্মকর্তা নাজমুন নাহার।