সাভারের বলিয়ারপুর এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২ ডিসেম্বর) বিকাল দিকে আরিচা মহাসড়কের বলিয়ারপুর এর এস এন সিএনজি পাম্পের সামনে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বলিয়ারপুরের নগরকোন্ডার ইব্রাহিম, সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও চালক মজিবুর রহমান। আহতরা হলেন- শাহাবুদ্দিন ও জলিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় প্রাইভেটকারের তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।