ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩

‘সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীরা’

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ । ২০৮ জন

প্রবাসী কর্মীরা সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশে ফিরে প্রতিটি কর্মীই সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখেন। তাই প্রবাসীদের অধিকার রক্ষায় সচেতন হতে হবে। গতকাল সোমবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিশ্ব অভিবাসী দিবসের আলোচনায় এ আহ্বান জানান মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন।

বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে গতকাল আয়োজন করা আলোচনা ও বিদেশ ফেরত কর্মীদের সম্মননা প্রদান অনুষ্ঠান। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় প্রবাস ফেরত কর্মীদের সম্মাননা জানান সচিব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের অধিকার রক্ষায় মন্ত্রণালয় এবং রিক্রটিং এজেন্সির সমন্বিত উদ্যোগ দরকার। কর্মী পাঠানোর আগে তাদের কর্মসংস্থান এবং বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, রেকর্ড পরিমাণ কর্মী বিদেশ যাওয়ার পরও রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে না। অথচ অনেক দেশ এর চেয়ে কর্মী পাঠিয়ে বেশি রেমিট্যান্স পাচ্ছে। অদক্ষতাই এর মূল কারণ বলেও মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপেও কর্মী পাঠানোর সুযোগ তৈরি হচ্ছে। এ সুযোগ লাগাতের দক্ষতা উন্নয়নের জোর দেয়ার পরামর্শ মন্ত্রী পরিষদ সচিবের।