ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ । ৩৯ জন

সিরাজগঞ্জর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, ঢাকা থেকে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় যাওয়ার পথে মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে রাখা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই হাসপাতালে যাচ্ছেন বলে জানিয়েছেন ওসি।

ওসি মো. দুলাল উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।