ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জ জেলা সদরের সদানন্দপুর রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদানন্দপুর রেলস্টেশনের কাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির বয়স ৬২ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।