ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  • অন্যান্য

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ । ১০১ জন

অটোরিকশাটি সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠের পুল থেকে যাত্রী নিয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার আলোকদিয়া নামক স্থানে পৌঁছালে রাত ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দিলে অটোরিকশার ২ যাত্রী নিহত হয়। এবং অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও ৩ জন।

গতকাল (৩১ মে) শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার আলোকদিয়ায় সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসি গ্রামের মৃত যোগেশ সাহার ছেলে মহাদেব সাহা (৬০) ও সদর উপজেলার মুক্তারগাতি গ্রামের আবু তালহার ছেলে ও ভারতের দেওবন্দ মাদরসার মওলানা আবু উবাইদা (২৪)।

নিহত মহাদেব সাহার স্ত্রী ঝরনা রানীকে (৫৩) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, অটোরিকশাটি সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠের পুল থেকে যাত্রী নিয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার আলোকদিয়া নামক স্থানে পৌঁছালে রাত ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত ও অটোরিকশার চালকসহ আরও ২ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ট্রাকটিকে আটকের জন্য ধাওয়া করার এক পর্যায়ে রাস্তার পাশে ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।