ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০২৪
  • অন্যান্য

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ । ১৫২ জন

সিলেটের দক্ষিণ সুরমায় নাজিরবাজারে সড়ক পার হওয়ার সময় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক নজরুল আলমকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। সোমবার (১০ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নাজিরবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল আলম খান হিরন (৭০) ওসমানীনগর উপজেলার চিন্তামণি পূর্বপাড়া গ্রামের মৃত ইসরাইল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাজিরবাজারে সড়ক পার হওয়ার সময় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক নজরুল আলমকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।